আজ বিসিবির বোর্ড সভা আসতে পারে যেসব সিদ্ধান্ত

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গুরুত্বপূর্ণ বোর্ড সভা হতে যাচ্ছে আজ। শনিবার বিকাল ৩টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে হবে সভাটি।

বোর্ড সভার মূল আলোচ্য বিষয় থাকবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী মৌসুম থেকে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেতে পারে দেশি বা বিদেশি কোনো স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি নামিদামি প্রতিষ্ঠান। সভায় এসব প্রতিষ্ঠান যাচাই-বাছাই সংক্রান্ত আলোচনা হবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় অবস্থান করায় সভায় অংশ নেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। বোর্ড পরিচালক ফাহিম সিনহাও বিদেশে থাকায় ভার্চুয়ালি যুক্ত হবেন।

এ ছাড়া সভায় বিসিবির আয়-ব্যয়ের হিসাব, এনসিএল (ন্যাশনাল ক্রিকেট লিগ), এশিয়া কাপ প্রস্তুতি, নারী ক্রিকেটসহ বিভিন্ন নিয়মিত বিষয় নিয়েও আলোচনা হবে। এর আগে ৭ আগস্ট বিসিবির কয়েকজন পরিচালক, নির্বাচক ও এনসিএল টিম ম্যানেজারদের নিয়ে একটি প্রস্তুতি সভা হয়।

সেখানে ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। এনসিএলকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনাও করছে বিসিবি।