ঢাকায় ৮ম বিশ্ব উশু-কুংফু দিবস উদযাপিত
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে ৮ম বিশ্ব উশু-কুংফু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। স্টেডিয়ামের ৩ নম্বর গেট থেকে শুরু হয়ে স্টেডিয়াম প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয় র্যালিটি। প্রায় ১৩০ জন ক্রীড়াবিদ এই র্যালিতে অংশগ্রহণ করেন। এ বছরের দিবসের প্রতিপাদ্য ছিল ‘তাইজি-একসঙ্গে উদযাপন করি’। এই র্যালির নেতৃত্ব দেন ফেডারেশনের সহ-সভাপতি লে. কর্নেল আবু আইয়ুব মোহাম্মদ হাসান, পিএসসি (অব.), ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান দিলু, টেকনিকেল কমিটির চেয়ারম্যান এসএম শহিদুল হক ভূঁইয়া, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী (রুবেল) এবং নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুল আলম রোমান। র্যালি শেষে ফেডারেশনের কার্যালয়ে প্রাতঃরাশের আয়োজন করা হয়। পাশাপাশি ফেডারেশনের নির্দেশনায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগে সংশ্লিষ্ট ক্লাব ও সংগঠনসমূহ নিজেদের উদ্যোগে র্যালি ও নানা কর্মসূচি পালনের মাধ্যমে দিবসটি উদযাপন করে।
