তারুণ্যের উৎসবে অনিভা-ফাইজা চ্যাম্পিয়ন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

তারুণ্যের উৎসব উপলক্ষে খুদে ছেলে মেয়েদের অংশগ্রহণে ঢাকা বিভাগের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। গতকাল শনিবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত মেয়েদের ৫-৮ বছর বিভাগে অনিভা নারমিন, ৯-১২ বছর বিভাগে ফাইজা চৌধুরী, ১৩-১৮ বছর বিভাগে আফিয়া জাহিন তাসফিয়া এবং ৫-৮ বছর ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ইমতিয়াজ ইসলাম নিয়াত।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির। এ সময় মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী ডা. ইসমত আরা হায়দার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন।
