ওয়ানডে র্যাংকিংয়ে ফের তলানিতে বাংলাদেশ
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানের পঞ্চপান্ডব যুগে ওয়ানডে ক্রিকেটে বিশ্বে এক সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছিল বাংলাদেশ দল। আইসিসির ওয়ানডে র্যাংকিংয়েও তার ছাপ পড়েছিল। ছয় নম্বরে পৌঁছে গিয়েছিল টাইগাররা। যা এখন পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ র্যাংকিং। এরপর এক এক করে পঞ্চপান্ডবের সবাই বিদায় নিয়েছেন। তার প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। গত মে মাসে প্রায় দুই দশক পর প্রথমবার দশে নেমে গিয়েছিল বাংলাদেশ দল। তবে গত জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে জিতে আবার উত্তরণ হয়েছিলো এক ধাপ। এবার না খেলেই ফের দশে নেমে গেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।
মূলত দশে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে র্যাংকিংয়ের চারে থাকা পাকিস্তানকে হারিয়ে দিলে তাদের এক ধাপ উত্তরণ হয়, যার দলে বাংলাদেশ নেমে যায় দশে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পাকিস্তানেরও অবনমন হয়েছে এক ধাপ, তাদের পাঁচে ঠেলে শ্রীলঙ্কা উঠে গেছে চারে। বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে। সেই ফরম্যাটে আবারও আইসিসি র্যাংকিংয়ে ১০ নম্বরে নেমে গেল মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশকে পেছনে ফেলে ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। গত রোববার পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় ওয়াডেতে ডিএল মেথডে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা।
