কোহলিকে টপকে গেলেন ওয়ার্নার

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন ওয়ার্নার। গত সোমবার ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে নেমেই কোহলিকে পেছনে ফেলেছেন বাঁহাতি অসি ব্যাটার। ইংল্যান্ডের লন্ডন স্পিরিটের হয়ে দারুণ ফর্মে আছেন ওয়ার্নার। চলতি আসরে টানা দুটি অর্ধশতকসহ ৩ ম্যাচে ১৫০ রান করেছেন তিনি, গড় ৭৫.০০ এবং স্ট্রাইক রেট ১৪১.৫০। ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। গত সোমবার ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ক্যারিয়ারের ৪১৯তম টি-টোয়েন্টিতে ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। এতেই কোহলির রেকর্ড ভেঙে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। তবে এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে ওয়ার্নার রেকর্ড করলেও ১৬৪ রানের লক্ষ্য তাড়া করে জয় পায়নি তার দল লন্ডন স্পিরিট। সতীর্থদের কেউ ২০ রানের বেশি করতে পারেননি।