সাদাপাথর লুট বন্ধে সরব রুবেল ও মাহেদী
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি হলো সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র। এটি বর্তমানে লুটেরাদের ছোবলে ক্ষতবিক্ষত স্পটে পরিণত হয়েছে। সাদাপাথর লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। গতকাল মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে লুটপাট বন্ধ করে প্রকৃতি রক্ষার আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে রুবেল লিখেছেন, সিলেটের সাদাপাথর নেই তো হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেরাদের থামাও-প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।
