পাকিস্তান শাহীনসের কাছে বড় হার সোহানদের

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বিশাল লক্ষ্য তাড়ায় শুরুটা ছিল হতাশাজনক, মাঝপথে কিছুটা আশা দেখিয়েছিল জিসান আলম ও সাইফ হাসানের জুটি, তবে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশ ‘এ’ দলকে। পাকিস্তান শাহিনসের (পাকিস্তান ‘এ’ দল) বিপক্ষে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রানের বড় পরাজয়ের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের বোলারদের পাড়ার বোলার বানিয়ে স্কোরবোর্ডে ২২৭ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে খেলতে নেমে প্রথম ওভারেই ফেরেন নাঈম শেখ, ৪ বলে ৫ রান করেন তিনি। এরপর জিসান আলম ও সাইফ হাসান মিলে দলের রানের গতি বাড়ান। দুইজন মিলে ৩৮ বলে দ্রুত ৮৬ রানের জুটি গড়েন। দলীয় ৯২ রানের মাথায় জিসান আউট হতেই ফের বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। জিসান ১৭ বলে ৩৩ রান করে আউট হন।

তবে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন সাইফ হাসান। ৩২ বলে ৫ চার ও ৩ ছক্কায় তিনি খেলেন ৫৭ রানের ইনিংস। এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ ‘এ’ দল। তাতে ১৬.৫ ওভারে দেড়শর আগেই অলআউট হয় তারা। ২২ রান আসে অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। বাকি ব্যাটারদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন সাদ মাসুদ ও ফয়সাল আকরাম। এছাড়া পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকা মোহাম্মদ ওয়াসিম নেন দুটি উইকেট। এর আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মোহাম্মদ নাফাহ ও ইয়াসির খান ১১৮ রানের জুটি গড়েন। নাফাহ ৬১ রানে আউট হওয়ার পর দ্রুত বিদায় নেন ইয়াসিরও (৬২)। দ্রুততম সময়ে দুই উইকেট হারালেও রানের চাকায় লাগাম পড়েনি পাকিস্তানের।

উল্টো আব্দুল সামাদের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের আরও চেপে ধরে তারা। তার সঙ্গে থাকা মোহাম্মদ ফাইক ১০ বলে ১৮ রান করে রাকিবুল হাসানের বলে ফিরে গেলে সামাদের সঙ্গে তার ৫৯ রানের জুটি ভাঙে।