আবারও সুযোগ পাচ্ছেন বিজয়
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ব্যাট হাতে দীর্ঘদিন রান খরায় ভুগছেন এনামুল হক বিজয়। তবে আবারও নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই ওপেনার। বাংলাদেশ ‘এ’ দলের অংশ হিসেবে আগামী ২৮ থেকে ৩১ আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চারদিনের ম্যাচ খেলতে দেশ ছাড়বেন তিনি। শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজে ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন ৩২ বছর বয়সি বিজয়। দুই ম্যাচে করেছিলেন দুটি শূন্য, একটি এক অঙ্কের স্কোর ও আরেকটি অনিশ্চিত ১৯ রানের ইনিংস। তবুও নির্বাচকরা তার ওপর আস্থা রাখছেন। কারণ, এই ‘এ’ দলের সফর মূলত সাজানো হয়েছে এমন খেলোয়াড়দের নিয়ে, যারা ২০২৬ সালের আগস্টে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরে থাকতে পারেন।
