ছেলেদের সঙ্গে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেবেন জ্যোতিরা
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপের আগে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ। শেষ পর্যন্ত নিজেদের মধ্যে খেলেই বৈশ্বিক আসরের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ দলকে। আগামী মাসের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিসিবি আয়োজন করছে উইমেন’স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। নিজেদের মধ্যে ভাগ করে লাল ও সবুজ নামে দুটি দল আর ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল খেলবে এই টুর্নামেন্টে। আগামী সোমবার শুরু আসরের সব ম্যাচই হবে বিকেএসপিতে। প্রতিটি দল পরস্পরের সঙ্গে লড়বে দুবার করে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিলেটে এক মাসের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। এরপর কয়েক দিনের বিরতি শেষে এখন ক্যাম্প চলছে বিকেএসপিতে। তবে ম্যাচ অনুশীলনের ঘাটতি রয়েই যাচ্ছে।
গত এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্বের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে সিরিজ আয়োজনের চেষ্টা করেও নানা কারণে পারা যায়নি বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। বিকল্প হিসেবে এই উইমেন’স চ্যালেঞ্জ কাপ। যদিও প্রতিদ্বন্দ্বিতা কতটা হবে বা ক্রিকেটের মান নিয়ে প্রবল সংশয় থাকবেই। তবু এছাড়া আর কোনো উপায় পায়নি বিসিবি। এবারের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই ২ অক্টোবর আসর শুরু করবে বাংলাদেশ।
