জাতীয় নারী হ্যান্ডবল শুরু

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

জাতীয় নারী হ্যান্ডবলের খেলা শুরু হয়েছে। গতকাল শনিবার শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে প্রথম দিনের প্রথম পর্বের খেলায় জিতেছে শেরপুর, মাদারীপুর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফরিদপুর। দিনের প্রথম ম্যাচে কক্সবাজারের বিপক্ষে ওয়াকওভার পেয়েছে ফরিদপুর। পরের ম্যাচে শেরপুর ৩-২ গোলে বরগুনাকে হারিয়েছে।

অন্য ম্যাচে মাদারীপুর ২৩-৮ গোলে হারিয়েছে দিনাজপুরকে হারিয়ে। বিজিবি ১১-৭ গোলে হারিয়েছে কুষ্টিয়াকে। দিনের শেষ খেলায় ফরিদপুর ২৩-৬ গোলে হারিয়েছে বরগুনাকে।

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সার্ভিসেস সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থা মিলিয়ে ১৯টি দল। জাতীয় নারী হ্যান্ডবলের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আজ প্রতিযোগিতার উদ্বোধন করবেন- যুব ও ক্রীড়া সচিব মো : মাহবুব-উল-আলম।