মিনি ফুটবল টুর্নামেন্টে আনন্দ এসসি জিতেছে

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শিরোপা যাত্রা শুরু করেছে আনন্দ স্পোর্টিং ক্লাব। গতকাল শনিবার রাজধানীর কদমতলী জুরাইন মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আনন্দ স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে ধোলাইপার ক্লাবকে হরিয়েছে। জয়ী দলের হয়ে আরাফাত তিনটি ও নয়ন দুই গোল করেন। দিনের আরেক ম্যাচে ওল্ড ঢাকা অরিওস ২-১ সোয়েব একাদশকে হারায়। জয়ী দলের হয়ে ইহান ও আফিম একটি করে গোল করেন।