সামার মিটে খেলতে ঢাকায় ইমরান

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইংল্যান্ড থেকে গত শুক্রবার ঢাকায় এসেছেন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। আগামী ২২-২৪ আগস্ট ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আসর। এই প্রতিযোগিতায় নৌবাহিনীর হয়ে তিনটি ইভেন্টে অংশ নেবেন। গতকাল রোববার সকালে জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। নিজের সেরা ১০০ মিটার ছাড়াও ২০০ মিটার ও ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে ইমরানের নিবন্ধন করেছে তার সংস্থা বাংলাদেশ নৌবাহিনী। ইমরানুর রহমান গত বছর প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিলেন। এরপর আর জাতীয় বা আন্তর্জাতিক কোনো কিছুতে বাংলাদেশের হয়ে খেলেননি। মাঝে তিনি ইনজুরিতেও ছিলেন। গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে ইমরান না আসায় দ্রুততম মানবের খেতাব জিতে নেন মো. ইসমাইল। এবার সামার অ্যাথলেটিকসে তাদের লড়াই উপভোগ করবেন সমর্থকরা। জাতীয় ফুটবল দল প্রতিদিন বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছে।