বাফুফের অনুরোধ রাখবে কিংস?
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে জামাল ভূঁইয়াদের প্রস্তুতি শুরু হলেও নেই বসুন্ধরা কিংসের কোনও খেলোয়াড়। এ নিয়ে গতকাল রবিবার জাতীয় টিমস কমিটির জরুরি সভা হয়েছে। সেখানে খেলোয়াড় ছাড়ার জন্য কিংস কর্তৃপক্ষকে অনুরোধ করার সিদ্ধান্ত হয়েছে।
জামালদের ক্যাম্প শুরু হলেও অনুপস্থিত কিংসের ১০ ফুটবলার। ক্লাবটি প্রাক-মৌসুম প্রস্তুতি ও চোটের ঝুঁকির কারণে খেলোয়াড়দের ছাড়তে নারাজ তারা। গত শুক্রবার ১২ ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু হলেও বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার না থাকায় বিপাকে পড়েছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা।
গতকাল জাতীয় টিমস কমিটির সভা শেষে বাফুফের নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘আমাদের সহকর্মী ইমরুল ভাই, ক্লাবের ম্যানেজারকে আমরা ফোনে পাইনি।
