নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মিরাজ
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপের দল ঘোষণা হয়ে যাচ্ছে। বড় দুই দল পাকিস্তান ও ভারত চূড়ান্ত খেলোয়াড় তালিকা জানিয়ে দিয়েছে এরইমধ্যে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নির্ধারিত দল ঘোষণার শেষ দিন ২২ আগস্টের মধ্যে দল ঘোষণা করতে হবে অন্যদেরও। বাংলাদেশ দল অবশ্য এশিয়া কাপের আগে ঘরের মাঠেই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর হবে ম্যাচ তিনটি। সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা সিলেটে যান গতকাল সন্ধ্যায়ই। তবে দলের সঙ্গে সিলেটে যান নাই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সূত্র জানিয়েছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপের আগেই তার ছুটি শেষ হওয়ার কথা। বিসিবিও আশাবাদী, নেদারল্যান্ডস সিরিজে না খেললেও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপের দলে পাওয়া যাবে মিরাজকে। নির্বাচকেরা অবশ্য এখনও নেদারল্যান্ডস সিরিজের দলই ঘোষণা করেন নি।
