দুই বছর অন্তর ক্লাব বিশ্বকাপ চায় রিয়াল মাদ্রিদ
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ফিফা ক্লাব বিশ্বকাপ ৩২ দল নিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। নানা বিতর্ক থাকলেও বাণিজ্যিকভাবে সফল হয়েছে জিয়ান্নি ইনফান্তিনোর বিলিয়ন ডলারের স্বপ্নের এই প্রজেক্ট। শুরুর দিকে আপত্তি তুললেও এখন টুর্নামেন্টটি নিয়ে ভিন্ন অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির দাবি, চার বছরের পরিবর্তে প্রতি দুই বছর অন্তর অন্তর আয়োজন করা হোক এই আসর। রিয়ালের সঙ্গে এই দাবিতে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও নাপোলি একমত হয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, এই প্রস্তাবে ফিফা এরামধ্যেই সম্মতি জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সাল থেকেই ৩২ দলের পরিবর্তে ৪৮ দলের অংশগ্রহণে হতে পারে ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন আসর। তবে ২০২৭ সালে টুর্নামেন্ট আয়োজনের সুযোগ নেই। কারণ সে সময় পর্যন্ত বৈশ্বিক ফুটবল ক্যালেন্ডার চূড়ান্ত হয়ে গেছে। এদিকে, খেলোয়াড়দের অতিরিক্ত ম্যাচ খেলার চাপ নিয়ে সরব হয়েছে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। সংস্থাটি অভিযোগ তুলেছে, ফুটবলারদের স্বার্থ বিবেচনা না করেই ক্ষমতার অপব্যবহার করছে ফিফা।
