দুই যুগ পর বিসিবি ছাড়ছেন মাহবুব আনাম
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

২০০১ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহবুব আনাম। তবে আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি তিনি নাকি এবার বিসিবির কাউন্সিলরও হবেন না! বর্তমানে বোর্ডের গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মাহবুব আনাম বলেন, ‘হ্যাঁ, আমি এবার বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত চূড়ান্ত।’ কেন এমন সিদ্ধান্ত, সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি আনাম। তবে জানিয়েছেন, তার সিদ্ধান্ত পরিবর্তন হবে না। আগামী অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা। মাহবুব আনাম ব্যাখ্যা না দিলেও জানা গেছে, সম্প্রতি তাঁকে নিয়ে হওয়া বিভিন্ন নেতিবাচক আলোচনা এই সিদ্ধান্তের অন্যতম কারণ।
ব্যবসায়িক কারণে দুদকে একাধিক মামলাও আছে তাঁর বিরুদ্ধে। মাহবুব নাকি এ-ও উপলব্ধি করতে পারছেন, সাংগঠনিকভাবে বাংলাদেশের ক্রিকেট ক্রমেই জটিল এক পরিস্থিতির দিকে যাচ্ছে, যেটার অংশ তিনি হতে চান না।
অথচ বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে যাদের নাম বাজারে আছে, তাদের মধ্যে জোরালোভাবেই শোনা যাচ্ছিল মাহবুব আনামের নাম। তিনি নির্বাচন না করার সিদ্ধান্তে অটল থাকলে বিসিবির পরবর্তী সভাপতি হওয়ার লড়াইটা সীমাবদ্ধ হয়ে যেতে পারে দুজন সাবেক ক্রিকেটারের মধ্যে। দীর্ঘ সংগঠক-জীবনে আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ ও সাংগঠনিক দক্ষতার কারণে মাহবুব আনাম প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি তাকে নিয়ে সমালোচনাও কম নেই। সবচেয়ে বড় সমালোচনা-দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবিতে বিভিন্ন সময়ে পরিবর্তন এলেও তিনি ঠিকই থেকে গেছেন বোর্ডে। আবার এটাও ঠিক, সংগঠক হিসেবে তাঁর দক্ষতা এ নিয়ে জোরালো প্রশ্ন তোলার সুযোগ দেয়নি কখনোই। উল্টো বিসিবির সব সভাপতির বোর্ডই তাঁকে গুরুত্ব দিয়ে পরিচালনা পর্ষদে রেখেছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে।
মোহামেডানের সাবেক ক্রিকেটার মাহবুব ১৯৮৫ সালে খেলা ছাড়ার পরের বছর মোহামেডানের প্রতিনিধি হিসেবে সিসিডিএম সদস্য হন। ২০০১ সালে তৎকালীন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়ে প্রথম জাতীয় পর্যায়ের ক্রিকেট ব্যবস্থাপনায় আসেন। সেই থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে বছর দুয়েক (সরকার পরিবর্তনের পর বিভিন্ন উপদেষ্টা কমিটির সময়) বাদ দিলে সব সময়ই ক্রিকেট বোর্ডে ছিলেন মাহবুব। দায়িত্ব পালন করেছেন বিসিবির সহ-সভাপতির।
