অস্ট্রেলিয়ায় ব্যর্থ সোহানরা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় হারের বৃত্তে ঘুরপাক খেল বাংলাদেশ ‘এ’ দল। আগেরবার এই প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল, এবার একই আসরে ১১ দলের মধ্যে নবম নুরুল হাসান সোহানের দল। গতকাল শনিবার গুরুত্বপুর্ণ এ ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের চ্যালেঞ্জ ছিল কঠিন। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে খেলতে হলে জয়ই যথেষ্ট ছিল না, প্রয়োজন ছিল বিশাল ব্যবধানে জিতে রান রেট বাড়ানো। কিন্তু হলো উল্টো। ৭ উইকেটের দাপুটে জয়ে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমি। ছয় ম্যাচে স্রেফ দুটি জয় আর চার পরাজয় নিয়ে আসর শেষ করল নুরুল হাসান সোহানের দল। গত বছর এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। এবার আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতায় সমৃদ্ধ দল নিয়েও ১১ দলের মধ্যে অবস্থান নবম। আরও বিব্রতকর ব্যাপার, চার পরাজয়ের তিনটিই একাডেমি দলের বিপক্ষে!

ডারউইনে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে ২০ ওভারে বাংলাদেশ তোলে ১৭৫ রান। অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমি ম্যাচ জিতে যায় ১১ বল বাকি রেখে। ১৫ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ১০২ রানে অপরাজিত থাকেন ম্যাকেঞ্জি হার্ভি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচ খেলে তার গড় ২০.১১, স্ট্রাইক রেট ১১৭.৭২। এই টুর্নামেন্টে আগের পাঁচ ইনিংসের কোনোটিতে ৪০ ছুঁতে পারেননি। তিনিই তুলাধুনা করলেন বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের। ২৪ বছর বয়সি এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ইয়ান হার্ভির ভাইয়ের ছেলে।

মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ উদ্বোধনী জুটিতে ৪৮ রান তোলে পাওয়ার প্লেতে। সেটি মূলত জিসান আলমের সৌজন্যে।