একাধিক চমক রেখে ব্রাজিলের দল ঘোষণা

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আগামী সেপ্টেম্বর চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। যার জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেন আনচেলত্তি। দলে বড় চমক হলো আক্রমণভাগে ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর অনুপস্থিতি। বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন ম্যাচগুলোতে নেইমারকে দেখা যাচ্ছে না ব্রাজিল দলে। চোটের কারণে এবারও তাকে দলে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে নিয়ে ভক্তদের ছিল অনেক আশা। কিন্তু গত সপ্তাহে ক্লাব সান্তোসের অনুশীলনে নতুন চোটে পড়েছেন তিনি। ফলে দীর্ঘদিন পরও জাতীয় দলে ফেরা হলো না তার। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই সর্বশেষ খেলেছিলেন নেইমার।

এরপর থেকে বারবার ইনজুরিতে মাঠের বাইরে রয়েছেন। রদ্রিগোকে না নেওয়ার ব্যাখ্যায় আনচেলত্তি বলেন, ‘তার সামর্থ্যে আমি মুগ্ধ। তবে এখনও তার সময় আছে নিজেকে প্রস্তুত করে দলে ফেরার।’ নতুন ঘোষিত দলে জায়গা পেয়েছেন আর্সেনালের গাব্রিয়েল মাগালিয়াইস ও মাঝমাঠের লুকাস পাকেতা। তবে বাদ পড়েছেন দানিলো, আলেক্সান্দ্রো রিবেইরো ও আন্তোনি। আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ঘরের মাঠে খেলবে ব্রাজিল, আর ১০ সেপ্টেম্বর খেলবে বলিভিয়ার বিপক্ষে। বাছাইয়ে এখন ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে একুয়েডর এবং ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

গোলরক্ষক : আলিসন, বেন্তো, উগো সোসা।

ডিফেন্ডার : আলেক্সসান্দ্রো, কাইয়ো এনরিকে, দগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, মার্কিনিয়োস, ভান্দেরসন, ওয়েজলি।

মিডফিল্ডার : আন্দ্রেই সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, জোয়েলিন্তন, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড : এস্তোভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইয়ো জর্জে, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রাফিনিয়া, রিশার্লিসন।