এশিয়া কাপ হকি
মালয়েশিয়ার সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

রাসেল মাহমুদ জিমি, পুস্কর খিসা মিমো, নাঈম উদ্দিনের মতো অভিজ্ঞ খেলোয়াড়র রেখে নতুন এক দল নিয়ে এশিয়া কাপ হকি খেলতে গেছে বাংলাদেশ। নতুনদের নিয়ে শুরুতেই এগিয়ে গিয়েছিল লাল সবুজ দল। কিন্তু হার দিয়েই টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার ভারতের বিহারের রজাগিরে এশিয়া কাপ হকির উদ্বোধনী ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে লাল সবুজের দল। র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে সমানে সমানে লড়াই করলেও শেষ দুই কোয়ার্টারে পিছিয়ে পড়ে লাল-সবুজরা।
বিহার স্পোর্টস ইউনির্ভাসিটি হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ১৬ মিনিটে পেনাল্টি কর্ণার (পিসি) গোল করে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল ইসলাম। ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর যেন খোলসে ঢুকে পড়ে বাংলাদেশ। এরপর আর দাঁড়াতেই পারেনি। একে একে হজম করে ৪ গোল। মালয়েশিয়ার হয়ে প্রথমে সমতাসূচক ফিল্ড গোলটি করেন আশরান হামসানি। ২৪ মিনিটে গোল করেন তিনি (১-১)। দ্বিতীয় কোয়ার্টারও ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ ও মালয়েশিয়া। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের গতি বদলে যায়। তৃতীয় কোয়ার্টারে (৩৬ মিনিট) আনোয়ার আকিমুল্লাহর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া। ৪৮ মিনিটে আবদু রউফ মোহাজির গোল কররে ৩-১ গোলে আরও এগিয়ে যায় তারা। ৫৪ মিনিটে কোলান সাইদের গোলে ব্যবধান আরও বাড়ায় মালয়েশিয়া (৪-১)। শেষে এই ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে রেজাউল করিমরা। ম্যাচে বাংলাদেশের খেলা নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘আমরা যে রকম আশা করেছিলাম সেভাবেই খেলেছে ছেলেরা। তবে আমরা গোলের দুটি সুযোগ নষ্ট করেছি। নইলে হারের ব্যবধান আরও কমতে পারত। শেষ কোয়ার্টারে খুব একটা ভালো খেলতে পারেনি ছেলেরা।’ তিনি যোগ করেন, ‘মালয়েশিয়া বিদেশে গিয়ে ম্যাচ খেলেছে। যা আমরা পারিনি। তবে আশা করছি, চাইনিজ তাইপের সঙ্গে আমরা ঘুরে দাঁড়াব।’ আজ বাংলাদেশ বি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে, বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। তৃতীয় ম্যাচ খেলবে ১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
