নারায়ণগঞ্জ ও পুলিশ চ্যাম্পিয়ন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দিবস টার্গেটবলের পুরুষ বিভাগে পুলিশ এবং মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ জেলার মাঠে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে পুলিশ ১৫-৮ পয়েন্টে নারায়ণগঞ্জ জেলাকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

অন্যদিকে মেয়েদের বিভাগে নারায়ণগঞ্জ জেলা ২-১ পয়েন্টে নারায়ণগঞ্জ জেলা যুব ক্রীড়া সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জুলাইযোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন। এ সময় জুলাই যোদ্ধা শওকত আলী, টার্গেটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বিএম শহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক দীন ইসলাম উপস্থিত ছিলেন।