ছাঁটাই হলেন মরিনহো
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
হাজারো সমর্থকের স্বপ্ন ছিল তার কাঁধে, ছিল আকাশ ছোঁয়া প্রত্যাশা। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায়ের পথ ধরলেন হোসে মরিনহো। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পর গতকাল শুক্রবার তুরস্কের জায়ান্ট ক্লাব ফেনারবাচে জানাল, পর্তুগিজ এই কিংবদন্তি কোচের সঙ্গে তাদের চুক্তি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শেষ হয়েছে। তুর্কি ক্লাবটির দায়িত্ব নেওয়ার এক বছরের একটু বেশি সময় পরই ‘পারস্পরিক সমঝোতায়’ চুক্তির ইতি টানলেন মরিনিয়ো। এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ফেনারবাচে।
চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে বেনফিকার বিপক্ষে পরাজয়ের দুদিন পর এই সিদ্ধান্ত নিলেন পর্তুগিজ কোচ। বিদায়বেলায় ৬২ বছর বয়সি এই কোচের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছে ফেনারবাচে।
পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে তারকা কোচ হয়ে ওঠা মরিনিয়ো চেলসি, ইন্টার মিলান, রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডসহ আরও কয়েকটি ক্লাবের কোচিং করিয়েছেন। ২০১৪ সালে সবশেষ তুর্কি সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়া ফেনারবাচে শিরোপা খরা কাটানোর স্বপ্ন নিয়ে গত বছর জুলাইয়ে মরিনিয়োকে দায়িত্ব দেয়। তিনি ইস্তানবুলে পৌঁছানোর সময় হাজারো ফেনারবাচের সমর্থক তাকে শুভেচ্ছা জানায়। সবার প্রত্যাশা ছিল একটাই, স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ কোচের হাত ধরে আবার লিগ চ্যাম্পিয়ন হবে তারা। কিন্তু আশা পূরণ হয়নি; আগের তিন মৌসুমের মতো গতবারও রানার্সআপ হয় দলটি। বরং মৌসুমজুড়ে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছেন সবসময় ‘বিতর্ককে সঙ্গী করে চলা’ মরিনিয়ো। সমালোচিতও হয়েছেন বারবার। তারপরও, মাঠের সাফল্য মিললেও হয়তো সেসব ঢাকা পড়ে যেত; কিন্তু সেটাও হলো না।
