বদলে গেল এশিয়া কাপের সময়সূচি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপ কড়া নাড়ছে দরজায়। ৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এর ১০ দিন আগে হঠাৎ বদলে গেল সময়সূচি। তীব্র তাপদাহ থেকে খেলোয়াড়দের বাঁচাতে ম্যাচ শুরুর সময় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো তারিখের পরিবর্তন হয় নি। সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অর্থাৎ বাংলাদেশে রাত ৮টা ৩০ মিনিট থেকে শুরু হবে খেলা। ১৯ ম্যাচের ১৮টিই হবে এই সময়ে। এর আগে এই ১৮ ম্যাচের খেলা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। ব্যতিক্রম শুধু ১৫ সেপ্টেম্বরের আমিরাত বনাম ওমান ম্যাচ। এ ম্যাচটিই শুধু আগের সময় অনুযায়ী সন্ধ্যা ৬টায় শুরু হবে। যার মানে, পরিবর্তিত সময় অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। অর্থাৎ, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। গ্রুপ পর্বে বাংলাদেশের তিন ম্যাচের প্রথমটি ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কা ও তৃতীয় ম্যাচ ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।

৯ সেপ্টেম্বর আট দলের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। ফাইনাল ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে। আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম পর্ব। দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার ফোরে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। খেলা শুরুর সময় কেন পিছিয়ে দেওয়া হল, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি এসিসি কর্তারা। তবে ক্রিকবাজ জানিয়েছে গরমের জন্য এই পরিবর্তন। এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। প্রতিযোগিতার ফাইনাল ২৮ সেপ্টেম্বর।