উশু ফেডারেশনের আয়োজনে দিনব্যাপী সেমিনার

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ‘অ্যান্টি ডোপিং অ্যাওয়ারনেস এবং স্পোর্টস মেডিসিন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এ সেমিনারের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান। দিনব্যাপী এ সেমিনারে উশু কোচদের সামনে এন্টি-ডোপিং সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি স্পোর্টস মেডিসিন বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে ইনজুরি প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে কার্যকর ধারণা দেওয়া হয়। সেমিনারে কোচদের শেখানো হবে কিভাবে ইনজুরির সঠিক সমাধান ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা যায়। ৯০ জন ক্রীড়াবিদ এই সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে অ্যান্টি ডোপিং অ্যাওয়ারনেস বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ডা. মো. শফিকুর রহমান এবং স্পোর্টস মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ডা. ফারজানা আক্তার ভূঁইয়া। এদিন বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান দিলু। সেমিনারে অংশগ্রহণকারীদের টি-শার্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।