বিকেএসপিতে যাচ্ছে কাবাডি ক্যাম্প

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান যুব গেমস ও সাউথ এশিয়ান (এসএ) গেমস উপলক্ষে দীর্ঘমেয়াদি ক্যাম্প শুরু হয়েছে কাবাডির। ছেলেদের সিনিয়র ও জুনিয়রদের অনুশীলন চলছিল পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে। অন্যদিকে সিনিয়র ও জুনিয়র মেয়েদের অনুীশলন চলছে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। এই কমপ্লেক্সে চোট আর অদৃশ্য সমস্যার কারণেই নাকি ক্যাম্প চলে যাচ্ছে বিকেএসপিতে। বিষয়টি নিশ্চিত করে সিনিয়র মেয়েদের সহকারী কোচ ও জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক আরদুজ্জামান মুন্সি বলেন, ‘সিনিয়র ছেলেদের ক্যাম্প রোববারই বিকেএসপিতে চলে গেছে। আমাদের সিনিয়র ও জুনিয়র মেয়েদের ক্যাম্প আগামীকাল (আজ) বিকেএসপিতে শিফট করবে।’ বিশ্বকাপ কাবাডি উপলক্ষে সিনিয়র মেয়েদের ক্যাম্প অনেক আগেই শুরু হয়েছে। নভেম্বরে সৌদি আরবের রিয়াদে এশিয়ান যুব গেমস উপলক্ষে জুনিয়র ছেলে ও মেয়েদের ক্যাম্পও শুরু হয়েছিল ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। কিন্তু ক্যাম্প শুরুর পর থেকেই ইনজুরি দেখা দেয় খেলোয়াড়দের। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মেয়েদের সিনিয়র দলের দিশা মনি সরকার এবং জুনিয়র দলের জুই আক্তারের পায়ের লিগ্যামেন্ট ছিড়ে গেছে। তাই তারা বাড়ি ফিরে গেছেন। ইনজুরিতে পড়ে বাড়ি ফিরে গেছেন রাঙামাটির একা চাকমা। ইনজুরিতে পড়েছিলেন ইশরাত জাহান সাদিকা, বৃষ্টি বিশ্বাস, লাখি, শ্রাবনী মল্লিক, সাদিকাও। তবে অদৃশ্য কোন এক কারণে ভয়ে মানসিক সমস্যায় রয়েছেন পুলিশের খেলোয়াড় তাহরিম। তবে ইনজুরির বিষয়ে আংশিক সত্যতা প্রকাশ করে আরদুজ্জামান বলেন, ‘আসলে লিগামেন্ট সমস্যা যাদের দেখা গেছে, এটা আগেই ছিল। এখন তা প্রকাশ পাচ্ছে। আর ছোটখাট কিছু ইনজুরি ছিল মেয়েদের, যা মিটে গেছে।’ তিনি যোগ করেন, ‘কাবাডিতে টুকটাক ইনজুরি হয়, এটা বড় কিছু নয়। এবার ফেডারেশন ব্যাপক আকারে চিকিৎসার সুযোগ দিচ্ছে বলেই এমনটা দেখা যাচ্ছে।