বিসিবি নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। গতকাল সোমবার সিলেটে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষ সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানান, শিগগিরই নির্বাচন কমিশন গঠন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ‘নির্বাচন কমিশনের ব্যক্তিবর্গ এখনও ঠিক হয়নি। সেটা সভাপতির ওপর দায়িত্ব দেওয়া হয়েছে নাম সুপারিশ করার জন্য। তবে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন হবে।
আমার ধারণা, দু-একদিনের মধ্যেই আমরা জানতে পারব। বোর্ড সদস্যদের সঙ্গে পরামর্শ করেই তিনি এটা করবেন। কীভাবে করবেন, সেটারও একটা গাইডলাইন আছে। কোন কোন জায়গা থেকে কোন ব্যাকগ্রাউন্ডের লোকজন থাকবেন, সেটিরও একটি দিকনির্দেশনা দেওয়া আছে।’
একসময় সরকারের মনোনয়নেই বিসিবি সভাপতি নিয়োগ দেওয়া হতো। ২০১২ সালে সেই সময়ের বিসিবি প্রধান আ হ ম মুস্তফা কামাল আইসিসি প্রধানের দায়িত্ব নেওয়ার পর সরকারের মনোনয়নেই বোর্ড সভাপতি হন নাজমুল হাসান। পরের বছর গঠনতন্ত্র সংশোধনের পর বিসিবির প্রথম নির্বাচিত সভাপতিও হন নাজমুল। এরপর ২০১৭ ও ২০২১ সালের নির্বাচনেও সভাপতি নির্বাচিত হন নাজমুল।
