‘ক্রিকেটকে সমৃদ্ধ করতে যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত’
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে যেকোনো দায়িত্ব গ্রহণে প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি বলেন, দেশের ক্রিকেট উন্নয়নে নিজেকে সবসময় নিবেদিত রেখেছেন এবং ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন। সেখানে মাঠ ও জিমনেসিয়ামের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং অবকাঠামোগত অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশের ক্রিকেট উন্নয়নে সবাই মিলে কাজ করাই এখন সময়ের দাবি।
আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি চাই সিলেটসহ দেশের সব অঞ্চলে ক্রিকেট অবকাঠামো আরও উন্নত হোক। তাই ক্রিকেটকে এগিয়ে নিতে যে কোনো দায়িত্ব নিতে আমি প্রস্তুত।’ এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটপ্রেমীরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিসিবি সভাপতির এই ধরনের সরেজমিন পরিদর্শন ও বক্তব্য দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান সভাপতি : ‘আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি’ মাস তিনেক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে কথাটা বলেছিলেন আমিনুল ইসলাম। তখন এটাও বলেছিলেন, লম্বা সময় বোর্ডে থাকার পরিকল্পনা নাই তার। তবে সম্প্রতি আমিনুলের সেই ভাবনায় পরিবর্তন এসেছে। কয়েক দিন আগেই জানিয়েছিলেন, ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে আবার বিসিবি সভাপতি হতে আপত্তি নাই তার। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল বলেন, ‘আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছি। সুষ্ঠু নির্বাচনই আমাদের লক্ষ্য। এখানে সভাপতির পদে সরাসরি ভোট হয় না, পরিচালকদের ভোটের মাধ্যমেই সভাপতি নির্ধারিত হন। তাই আমি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করব।’
অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন- আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দু-এক দিনের মধ্যে বর্তমান সভাপতি আমিনুল তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের জন্য নাম সুপারিশ করার কথা। এরপরই পুরোদমে বিসিবির নির্বাচনের তোড়জোড় শুরু হবে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালকের পদ তিনটি ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন। আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে আসেন আরও ১০ জন এবং বিশেষ কোটায় একজন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ জন পরিচালক। সবমিলিয়ে ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের ভোটেই বিসিবির পরবর্তী সভাপতি নির্ধারণ করা হয়।
