তুর্কি ক্লাবে ব্রাজিলিয়ান তারকা

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মোরায়েস ম্যানচেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন। দলবদলের বাজার বন্ধ হওয়ার চূড়ান্ত সময়েই তিনি আনুষ্ঠানিকভাবে তুরস্কের ক্লাব ফেনারবাচে যোগ দিয়েছেন। তবে তার জায়গা ফাঁকা থাকছে না সিটিতে। পিএসজিকে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর অন্যতম নায়ক জিয়ানলুইজি দোন্নারুমাকে নিয়ে এসেছে পেপ গার্দিওলার দলটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে ৫ বছরের জন্য ২৬ মিলিয়ন পাউন্ডে (৪২৮ কোটি ৫৬ লাখ টাকা) দোন্নারুমার সঙ্গে চুক্তি হয়েছে ম্যানসিটির। এরসঙ্গে আরও এক বছরের মেয়াদ বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ নিয়ে এবারের দলবদলে ৭ জন নতুন ফুটবলার সাইনিং করায় সিটি। এর মধ্যে আছেন বার্নলি থেকে আসা গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। ম্যানসিটিতে যুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় দোন্নারুমা বলেন, ‘ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া আমার জন্য বিশেষ এবং গর্বের মুহূর্ত। বিশ্বসেরা প্রতিভাবানদের নিয়ে গড়া স্কোয়াডে যুক্ত হয়েছি, যেখানে বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা আছেন।