আনসার-জেল চ্যাম্পিয়ন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

জাতীয় থ্রোবলের পুরুষ বিভাগে বাংলাদেশ জেল ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। গতকাল বুধবার মিরপুর দারুসসালামে ৯নং গোল্লারটেক মাঠে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে জেল ২-১ সেটে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে শিরোপা জিতে নেয়। অন্যদিকে মেয়েদের ফাইনালে আনসার সমান ব্যবধানে ফিরোজ স্মৃতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষৈ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী এসএ সিদ্দিক সাজু। এ সময় থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, সাধারণ সম্পাদক ড. শরীফ আশরাফউজ্জামান, বিএম শহিদুজ্জামান ও দীন ইসলাম উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ছয়টি করে পুরুষ ও মেয়েদের দল অংশ নেয়।