বিসিবি নির্বাচনে লড়বেন নান্নু

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আগামী মাসেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। ক্রিকেটাঙ্গনে তাই নির্বাচনে কারা লড়বেন তা নিয়ে আলোচনা। এ আলোচনায় এবার যুক্ত হলো মিনহাজুল আবেদিন নান্নুর নাম। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক পরিচালক পদে বিসিবি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। লম্বা সময় বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন নান্নু। সাবেক এই ক্রিকেটারের নির্বাচক থাকার সময় বাংলাদেশ যেমন সফলতা পেয়েছে, তেমনি ব্যর্থতাও দেখেছে। তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি।

গতকাল বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, সব ঠিক থাকলে পরিচালক পদে নির্বাচনে লড়বেন তিনি। নান্নু বলেন, ‘চিন্তাভাবনা আগে থেকেই করে রেখেছিলাম (নির্বাচন করার)। আমাদের সাবেক অধিনায়কদের একটা বার আছে, ক্যাটেগরি সি। জানি না এই জায়গায় কী হবে। তবুও চিন্তাভাবনা ইতিবাচক নিয়ে রেখেছি। আশা করি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নির্বাচন করব।’ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে লম্বা সময় ধরে যুক্ত আছেন নান্নু।

তাই কোথায় কোন কাজ করতে হবে তা সম্পর্কে ভালো জানাশোনা আছে তার, এ কারণেই তিনি বোর্ডে যেতে চান। তিনি বলেন, ‘আমি অনেকদিন ধরে বিসিবির সঙ্গে সম্পৃক্ত আছি এবং এখানে কি কাজ করতে হবে, কোন কোন জায়গায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গাটায় আরও বেশি কাজ করতে হবে, এটা সবই জানা আছে আমার।