কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুয়ারে বাংলাদেশ
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা হকি। কিন্তু ক্লাব-ফেডারেশন দ্বন্দ্বসহ নানা জটিলতায় বারবার মুখ থুবড়ে পড়েছে দেশের হকি। যখনই জেগে উঠতে শুরু করেছে তখন নতুন ঝামেলা সামনে চলে এসেছে।
সব বাধা পেরিয়ে এবার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। হকিতে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। জিতলেই জায়গা পাওয়া যাবে বিশ্বকাপ হকির বাছাইপর্বে, এমন সমীকরণের ম্যাচে কাজাখস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার ভারতের রাজগিরে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে মধ্য এশিয়ার দেশটিকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে বাংলাদেশের বিশ্বকাপ হকির বাছাইয়ে খেলার সম্ভাবনা বেঁচে থাকল। এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলেবে বাংলাদেশ।
আগামীকাল শনিবার বিশ্বকাপ বাছাইয়ে ওঠার লড়াইয়ে লাল সবুজের প্রতিপক্ষ জাপান। সেই ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপ হকির বাছাইয়ে জায়গা করে নেবে রেজাউল করিম বাবুরা। তবে হারলে অপেক্ষায় থাকতে হবে। খেলতে হবে আন্তর্জাতিক হকির র্যাংকিংয়ে এগিয়ে থাকা পাকিস্তানের সঙ্গে বেস্ট অব থ্রি ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সাধারন সম্পাদক লে. কর্ণেল (অব.) রিয়াজুল হাসান। তিনি বলেন, ‘জাপানের কাছে হারলে আমাদেরকে পাকিস্তানের সঙ্গে বেষ্ট অব থ্রি ম্যাচ খেলতে হবে। কারণ এশিয়া কাপ হকিতে খেলা দলগুলোর মধ্যে র্যাংকিংয়ে এগিয়ে থাকা তিন নম্বর পাকিস্তান। এশিয়া কাপে তারা নিরাপত্তার কারন দেখিয়ে খেলেনি হয়তো, তবে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় এএইচএফ এই নিয়ম করেছে। যদিও এখনও ওই তিন ম্যাচের কোনো ভেন্যু নির্ধারন হয়নি।’
ভারতে এশিয়া কাপ হওয়ায় পাকিস্তান অংশগ্রহণ করেনি। পাকিস্তানের বিশ্ব হকির র্যাংকিং বেশ ভালোই। রাজনৈতিক বৈরীতার কারণে পাকিস্তান এশিয়া কাপ না খেললেও বিশ্ব হকির বাছাই খেলার সুযোগ প্রদানের জন্য এশিয়া কাপের ষষ্ঠ দলের সঙ্গে পাকিস্তানের প্লে অফ খেলার সুযোগ রেখেছে এশিয়ান হকি ফেডারেশন। বিশ্ব হকি ফেডারেশনের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপ খেলবে। এশিয়া কাপে রানার্স আপ থেকে পঞ্চম স্থান অর্জনকারী দল বিশ্বকাপ বাছাই খেলবে। পাকিস্তান ও এশিয়া কাপে ষষ্ঠ স্থানের মধ্যকার দলের মধ্যে বিজয়ী দল এতে যোগ দেবে। এশিয়ার পাঁচ দলে বাছাই প্রক্রিয়া ও এশিয়া থেকে কয়টি দল বিশ্বকাপে খেলবে সেটি এখনো নির্ধারিত হয়নি।
কাজাখস্তান বাংলাদেশের চেয়ে হকিতে অনেক পিছিয়ে। তাই এই ম্যাচে বাংলাদেশের জয় প্রত্যাশিতই ছিল। ম্যাচের দশ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। প্রথম কোয়ার্টারে স্কোরলাইন ১-০ ছিল। দ্বিতীয় কোয়ার্টারে আশরাফুল পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ২৮ মিনিটে রোমান সরকারের গোলে বাংলাদেশ ৩-০ গোলের লীড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।
বিরতির পর দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে রোমান আরেকটি গোল করেন। পরের মিনিটেই তৈয়ব আলী ফিল্ড গোল করলে স্কোরলাইন দাড়ায় ৫-০। ৩৭ মিনিটে কাজাখস্তান এক গোল পরিশোধ করে। চতুর্থ কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ৫-১ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। কাজাখস্তান বাংলাদেশের সঙ্গে হারায় চাইনিজ তাইপের সঙ্গে সপ্তমণ্ডঅষ্টম স্থানের জন্য লড়বে। চাইনিজ তাইপেকে ২-০ গোলে হারানো জাপানের পঞ্চম স্থান নির্ধারণী প্রতিপক্ষ বাংলাদেশ। ২০২৬ সালের আগস্টে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হবে হকি বিশ্বকাপ। ১৬ দলের টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে সরাসরি জায়গা পেয়েছে বেলজিয়াম ও নেদারল্যান্ডস। এছাড়া প্রো লিগের সর্বশেষ দুই টুর্নামেন্টের ফলের ভিত্তিতে সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া ও স্পেন। অস্ট্রেলিয়া ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন। ২০২৪-২৫ মৌসুমে তৃতীয় হয়েও স্পেন সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন ও রানার্সআপ নেদারল্যান্ডস ও বেলজিয়াম স্বাগতিক হিসেবে আগেই সুযোগ পেয়ে যাওয়ায়। এছাড়া মহাদেশীয় চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছেন প্যান আমেরিকা অঞ্চলের আর্জেন্টিনা, ইউরোপের জার্মানি ও ওশেনিয়ার নিউজিল্যান্ড। এশিয়া ও আফ্রিকার চ্যাম্পিয়নরাও সরাসরি চলে যাবে বিশ্বকাপে। বিশ্বকাপের অন্য ৭টি দেশ বেছে নেওয়া হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের বাছাইপর্ব থেকে।
১৬ দলের বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজক দেশের নাম চূড়ান্ত হয়নি। যেখানে চলমান এশিয়া কাপের শীর্ষ দ্বিতীয় থেকে ষষ্ঠ, এই ৫ দল ছাড়াও খেলবে প্যান আমেরিকা কাপের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হওয়া যুক্তরাষ্ট্র, কানাডা ও চিলি। ইউরোপের সাত দল আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, অস্ট্রিয়া, ইংল্যান্ড, ফ্রান্স ও পোল্যান্ড।
এছাড়া আগামী অক্টোবরে অনুষ্ঠেয় হকি আফ্রিকা কাপ অব নেশনসের রানার্সআপ দল। ?বাছাইয়ে ১৬টি দলকে নিয়ে হবে দুটি ভিন্ন টুর্নামেন্ট। প্রতি টুর্নামেন্টে ৮টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট ও তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচের দুই বিজয়ীসহ মোট ৬ দল পাবে বিশ্বকাপের টিকিট। দুই টুর্নামেন্টের চতুর্থ হওয়া দুই দলের মধ্যে যারা র্যাংকিংয়ে এগিয়ে থাকবে, তারা সুযোগ পাবে বিশ্বকাপে।
