জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ শুরু
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় ৮ম মার্কেন্টাইল ব্যাংক জাতীয় খো খো প্রতিযোগীতা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে থেকে পল্টন ময়দানে শুরু হওয়া তিনদিন ব্যাপী এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ আনসারসহ মোট ২৪ টি জেলা দল অংশগ্রহণ করছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন মো. মাহবুব-উল-আলম, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএইচএম জিয়াউল হক, সভাপতি বাংলাদেশ খো খো ফেডারেশন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল মুক্তাদির বেলাল, সদস্য সচিব মতিউর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক মীর কায়সার সাদিকসহ সাবেক জাতীয় দলের খেলোয়াড়, জেলা প্রতিনিধিসহ অন্যান্যরা। উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে বাংলাদেশ আনসার ১ ইনিংস ও ১৩ পয়েন্ট ব্যবধানে পরাজিত করে গাজীপুর জেলা দলকে। অন্যদিকে একই বিভাগে ঢাকা জেলা ১ ইনিংস ও ৮ পয়েন্টে হারায় টাংগাইল জেলা দলকে। নীলফামারী জেলা দল ১৭-১০ পয়েন্টে পরাজিত করে নাটোর জেলা দলকে। মহিলা বিভাগে বাংলাদেশ আনসার দল
নীলফামারীকে ইনিংস ও ২ পয়েন্টে হারায়। যশোহ জেলা দল ১ পয়েন্ট ও ১ ইনিংসে পরাজিত করে সাতক্ষিরা জেলাকে।
