জাপানে বিধ্বস্ত বাংলাদেশের সামনে এবার পাকিস্তান
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

এবারের এশিয়া কাপ হকিতে বাংলাদেশের লক্ষ্যই ছিল ষষ্ঠ হওয়া। কারণ সেরা ছয়ে থাকলে পাওয়া যেত বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট। সে অনুযায়ী বাংলাদেশ ষষ্ঠ স্থানে থাকা নিশ্চিত করেছিল আগেই। কিন্তু পাকিস্তানকে বিশেষ সুবিধা দিতে বদলে গেছে বাইলজ। তাই বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি জায়গার জন্য গতকাল রোববার জাপানকে হারাতেই হতো বাংলাদেশের। চাপের সেই ম্যাচে সেটা হয়নি।
ভারতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে পঞ্চম হয়ে জাপান সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলবে। আর ষষ্ঠ হওয়ায় বাংলাদেশকে এখন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ খেলতে হবে। ১৯৮২ থেকে ১২ বার এশিয়া কাপ হকিতে অংশ নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য একবার পঞ্চম হওয়া।
এশিয়া কাপ হকির আগের আসরেও ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এবারও সেই ষষ্ঠ হয়েই ভারত থেকে ফিরছেন রাকিবুল হাসান-আশরাফুল ইসলামরা। রাজগিরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে ম্যাচ শুরুর প্রথম আট মিনিটে তিনবার পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। কিন্তু কোনো সুযোগগুলো কাজে লাগানো যায়নি। উল্টো নবম মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। আর প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন জাপানের শিনোহারা রোসুকে।
দ্বিতীয় কোয়ার্টারে জাপানকে গোল করতে দেয়নি বাংলাদেশ। কিন্তু তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আবারও হতাশ করেন বাংলাদেশের ডিফেন্ডাররা। ৩৫ থেকে ৩৮-এই তিন মিনিটের মধ্যে দুবার বাংলাদেশের জালে বল পাঠায় জাপান। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ ১ গোল শোধ করলেও আরও ২ গোল হজম করে। তাই জাপানের কাছে হেরে ষষ্ঠ হওয়ায় পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই তিন ম্যাচের সিরিজ জিতলেই কেবল বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারবে মশিউর রহমানের দল।
সিরিজের ভেন্যু ও সময় এখনও ঠিক করেনি এশিয়ান হকি ফেডারেশন। তবে বাংলাদেশ চেষ্টা করবে ঢাকায় সিরিজটি আয়োজন করতে। আজ প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘আমরা চেষ্টা করব ঢাকায় সিরিজটা আয়োজন করতে। যদিও আমাদের টার্ফ পুরনো। এখন এশিয়ান হকির পর্যবেক্ষক দল টার্ফ দেখার পর সন্তষ্ট হলে তো সমস্যা নাই।’ ১৯৮২ থেকে এখন পর্যন্ত ১২ বার এশিয়া কাপ হকিতে অংশ নিয়েছে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ সাফল্য একবার পঞ্চম হওয়া।
