১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে ভিসতা ১৩তম জাতীয় (পুরুষ ও মহিলা) সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা-২০২৫। গতকাল রোববার দুপুরে শহিদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দু’দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সহ-সভাপতি এবং পৃষ্ঠপোষক ভিসতা ইলেকট্রনিকসের পরিচালক (কর্পোরেট এ্যাফেয়ার্স ও পিআর) এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, সহ-সম্পাদক এএকেএম আব্দুল মোবিন, কোষাধ্যক্ষ মো. মাকসুদ আক্তার মোবারকি, সদস্য আব্দুল কাদির, তামজিদ রহমান ও শিরিন সুলতানাসহ অন্যান্যরা। প্রতিযোগিতার প্রথম দিনে পুরুষ বিভাগে ৩টি এবং মহিলা বিভাগে ২টিসহ মোট ৫টি ওজন শ্রেণির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।