দশ মাস নিষিদ্ধ আলভারেস

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ইউরোপা লিগের একটি ম্যাচে মাদক পরীক্ষায় উতরাতে ব্যর্থ হওয়ায় ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন আথলেতিক বিলবাও সেন্টার ব্যাক ইয়েরাই আলভারেস। ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা গতকাল সোমবার ৩০ বছর বয়সি এই স্প্যানিশ ডিফেন্ডারের শাস্তির কথা জানিয়েছে। ‘অনিচ্ছাকৃতভাবে মাদক বিরোধী নিয়ম ভাঙায়, গত ১৯ অগাস্টের সভায় উয়েফার শৃঙ্খলা কমিটি এই খেলোয়াড়কে ১০ মাসের জন্য নিষিদ্ধ করেছে। এর মেয়াদ শুরু তাকে সাময়িক নিষিদ্ধ করার দিন থেকে (অর্থাৎ ২ জুন থেকে) এবং মেয়াদ শেষ হবে আগামী বছরের ২ এপ্রিল।’