তারুণ্যের ফুটবল উৎসব
মানিকগঞ্জকে হারিয়ে ময়মনসিংহের জয়
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ‘তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মানিকগঞ্জ জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে ময়মনসিংহ জেলা বিজয় লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা (যুগ্ম সচিব)। তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং তাদের উৎসাহিত করেন।
উদ্বোধনী ম্যাচটিতে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। টানটান উত্তেজনার এই খেলায় শেষ পর্যন্ত মানিকগঞ্জকে এক গোলে পরাজিত করে ময়মনসিংহ জেলা জয় নিশ্চিত করে। খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন, যাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
