ফেডারেশন কাপ ফুটবল
মোহামেডান-কিংস একই গ্রুপে
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ ফুটবলের একই গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোটিং ক্লাব। বি-গ্রুপে অন্য তিন দল হলো- আরামবাগ, পুলিশ ও ফর্টিজ। এ-গ্রুপে রয়েছে ঢাকা আবাহনী, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরফুল ও পিডব্লুডি।
গতকাল শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এই ড্র অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার লিগে অংশ নেওয়া দশটি দলই খেলবে এই টুর্নামেন্টে। সপ্তাহের মঙ্গলবার দুই ভেন্যুতে ফেডারেশন কাপের দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
লিগ পাঁচ ভেন্যুতে হলেও ফেডারেশন কাপ কিংস অ্যারেনা এবং কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হবে। কোন দিন কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে তাও ড্রয়ে নির্ধারণ হয়েছে। কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলবে।
এজন্য ২৩ সেপ্টেম্বর বি-গ্রুপের ম্যাচ দিয়ে ফেডারেশন কাপ শুরু হচ্ছে। ফিকশ্চার ফরম্যাট না হওয়ায় এখনও বুঝা যাচ্ছে না গ্রুপ পর্বে কয়টি ম্যাচ কিংস হোম হিসেবে পাচ্ছে। দুই গ্রুপে পাঁচটি করে দল খেলবে চারটি করে ম্যাচ। রাউন্ড রবিন লিগ শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল পরবর্তী রাউন্ডে উঠবে।
গত আসরের মতো এবারও ক্রিকেটের আইপিএলের আদলে দুই রানার্স আপ দল ও দুই চ্যাম্পিয়ন দল প্রথমে মুখোমুখি হবে। দুই চ্যাম্পিয়ন দলের মধ্যকার বিজয়ী দল সরাসরি ফাইনালে যাবে।
পরাজিত দল দুই রানার্স আপের মধ্যকার ম্যাচের জয়ী দলের পক্ষে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী বছর ১০ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল।
