নাচে-গানে ২৯তম স্কুল হ্যান্ডবল শুরু
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

স্কুল পড়ুয়াদের কলকাকলিতে মেতে উঠেছিল রাজধানীর শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম। মাঠের বাইরে সেলফি উৎসব। ভিতরে ছোট্ট মঞ্চে ক্ষুদে হ্যান্ডবল খেলোয়াড়েরা নাচল, গাইলো। স্কুলগুলোর নাম সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল তারা। উপলক্ষ্য পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবল (বালক ও বালিকা) প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার খুদে হ্যান্ডবল খেলোয়াড়দের এই টুর্নামেন্ট ঘিরেই এত আয়োজন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে সারি বেঁধে দাঁড়ানো কচি-কাচা খেলোয়াড়দের চোখে মুখে ছিল রোমাঞ্চের ছোঁয়া। এবারের স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম। উপস্থিত ছিলেন ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি মোহাম্মদ মজনু মোল্লাহ, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (জাতীয় ও স্থানীয় পর্যায়) ‘আয়োজন ও উন্নয়ন ব্যবস্থাপনা’ কমিটির আহ্বায়ক গোলাম হাবীবসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
