সেই বেনফিকায় ফিরলেন মরিনহো

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

পর্তুগালের ঐতিহ্যবাহী ক্লাব বেনফিকা তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জোসে মরিনহোকে। ৬২ বছর বয়সি পর্তুগিজ এই কোচের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি করেছে লিসবনভিত্তিক ক্লাবটি। ব্রুনো লাজের বিদায়ের পর দলে আসছেন মরিনহো। চ্যাম্পিয়ন্স লিগে আজারবাইজানের ক্লাব কারাবাগের বিপক্ষে হারের পর গত মঙ্গলবারই ছাঁটাই হন লাজে।

বিস্ময়করভাবে, বেনফিকার নতুন কোচ হওয়ার আগেই মরিনহো তার আগের দল ফেনারবাচের সঙ্গে বিদায় নেন, আর সেই বিদায়ও আসে বেনফিকার হাতেই, চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে হেরে। ২০০০ সালে বেনফিকার সঙ্গেই ম্যানেজারিয়াল ক্যারিয়ার শুরু করেছিলেন মরিনহো। তবে মাত্র ১০ ম্যাচ পর ক্লাব সভাপতির সঙ্গে মতবিরোধে পদত্যাগ করতে হয় তাকে।