বিয়ের পিঁড়িতে বসছেন গতির রানী শিরিন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ট্র্যাকে দুরন্ত, দুর্বার। গতির রানী শিরিন আক্তার। দেশের জাতীয় অ্যাথলেটিকসের ১৬ বারের দ্রুততম মানবী সেই শিরিন আক্তার এবার বিয়ের পিঁড়িতে বসছেন। ট্র্যাক ছাড়বেন না। তবে পাশাপাশি ঘর সংসারও করবেন। সাতক্ষিরার মেয়ে অ্যাথলেট শিরিন বিয়ে করছেন সাবেক বাস্কেটবল খেলোয়াড়র পাবনার ছেলে নাইমুর রহমানকে। যিনি বিকেএসপিতে শিরিনেরই ক্লাসমেট ছিলেন। ৩ অক্টোবর সেই শুভ পরিণয়ের দিন। একই সঙ্গে পড়ার সুবাদে পাবনার ছেলে নাইমুর রহমানের সঙ্গে সখ্যতা। পরে ভালো লাগা থেকে শুভ পরিণয় হতে যাচ্ছে বলে শিরিন জানান, ‘নাইমুর রহমান ও আমি বিকেএসপিতে এক ক্লাসেই পড়েছি। সেখান থেকে সখ্যতা। এখন বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছি। সবার কাছে তাই দোয়া চাই।’ এক সময় একই ক্লাসে পড়লেও শিরিন মাস্টার্স শেষ করেছেন। তবে চাকরির সুবাদে পড়ালেখায় কিছুটা গতি হারিয়েছিলেন নাইমুর। তাই এখন তিনি অনার্সে পড়ছেন বলে জানালেন শিরিন।