অপ্রতিরোধ্য মেসির নৈপুণ্যে প্লে-অফে মায়ামি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

দেখার মতো দুটি গোল উপহার দিলেন লিওনেল মেসি। বানিয়ে দিলেন আরও একটি গোল। পেনাল্টি পেয়েও নিজে না নিয়ে এগিয়ে দিলেন সতীর্থকে। নইলে হতে পারতো তার হ্যাটট্রিক। ভাবছেন এসব আলোচনা এখন আবার কেন? কারণ, আগের ম্যাচের মতো ঠিক এই সবকিছুই যে আবার করেছেন তিনি! মেসিকে নিয়ে নতুন করে বলার আছে সামান্যই। শুধু বলা যায়, ছুটছেন তিনি অনিবারিত গতিতে। তার সেই ছুটে চলার সঙ্গী দল। মেজর লিগ সকারের ম্যাচে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। আগের ম্যাচে জিতেই প্লে-অফের দুয়ারে ছিল মায়ামি। এই জয়ে তা নিশ্চিত হয়েই গেছে। নিউইয়র্ক সিটির মাঠে প্রথমার্ধের শেষ দিকে মায়ামিকে এগিয়ে দেন তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার বালতাসার রদ্রিগেস। সেই গোলই মায়ামিকে এগিয়ে রাখে আরও ৩০ মিনিট। পরে ১২ মিনিটের মধ্যে দুর্দান্ত দুটি গোল করেন মেসি। লিগের গোলের তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি আগেই। সেই অবস্থান আরও সংহত করলেন আর্জেন্টাইন জাদুকর। ২৩ ম্যাচেই তার গোল এখন ২৪টি। মায়ামির সর্বশেষ ১২ ম্যাচের আটটিতেই দুই বা এর বেশি গোল করলেন মেসি। মেজর লিগ সকারে এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করা মাত্র চতুর্থ ফুটবলার তিনি। অধিনায়কের দুই গোলের মাঝে পেনাল্টি থেকে গোল করেন লুইস সুয়ারেস। এই ম্যাচ দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন উরুগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ড। টানা তিন ম্যাচ জয়ের পর এবার হেরে গেল নিউইয়র্ক সিটি। গোল করতে ব্যর্থ হলো তারা ১০ ম্যাচে প্রথমবার। গতকাল বৃহস্পতিবার সকালে নিজেদের মাঠে প্রথম ৩০ মিনিটে দাপট ছিল নিউইয়র্ক সিটিরই। এই সময়ে অন্তত চার গোলের সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি একটিও। এরপর আস্তে আস্তে ম্যাচে ফেরে মায়ামি। ৩৮তম মিনিটে মেসির বাঁকানো ফ্রি-কিক অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। ৪৩তম মিনিটে সের্হিও বুসকেতসের চমৎকার পাস থেকে বল পেয়ে দ্রুত গতিতে ছুটে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে গোল করেন রদ্রিগেস।
দ্বিতীয়ার্ধের শুরুতে সুয়ারেসের শট দুর্দান্তভাবে ঝাঁপিয়ে ঠেকান নিউইয়র্কের গোলকিপার। ৭৪তম মিনিটে বুসকেতসের চোখ ধাঁধানো একটি ডিফেন্সচেরা পাসেই গুলির বেগে ছুটে বল ধরে নিয়ে গোলকিপারের ওপর দিয়ে নান্দনিকভাবে চিপ করে বল জালে পাঠান মেসি। তার পরের গোলটিও দর্শনীয়। মাঝমাঠের একটু ওপরে বল পেয়ে দারুণ গতিতে ছুটে দুজনকে এড়িয়ে কোনাকুনি শটে পরাস্ত করেন গোলকিপারকে। মাঝে রদ্রিগো দে পলকে ফাউল করায় পেনাল্টি পায় মায়ামি, যেটি কাজে লাগান সুয়ারেজ। ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো মায়ামি। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।
