‘আমরা জানি কিভাবে ম্যাচ জিততে হয়’
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
আগামী মঙ্গলবার থেকে গৌহাটিতে শুরু হতে যাচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। এই আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, প্রথম আসরের অভিজ্ঞতা এবার দলকে এগিয়ে নিতে সাহায্য করবে, সঙ্গে থাকবে ভক্ত-সমর্থকদের ক্রমবর্ধমান প্রত্যাশার বাড়তি প্রেরণা। গত শুক্রবার অনুষ্ঠিত ক্যাপ্টেনস ডে অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘আমরা জানি আমাদের দায়িত্ব ক্রিকেটকে দেশে এগিয়ে নেওয়া, যেখানে নারীদের ক্রিকেটের প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে। আমরা বিশ্বাস করি, এখনই সময় আমাদের পারফরম্যান্সের মাধ্যমে সমর্থকদের কিছু ফিরিয়ে দেওয়ার।’ ‘এটি আমাদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ এবং এরআগে আমরা অভিজ্ঞতাহীন ছিলাম এবং বড় মঞ্চে জেতার ব্যাপারে অপরিচিত ছিলাম। তবে এরপর থেকে আমরা অনেক ক্রিকেট খেলেছি আর এখন আমরা জানি কিভাবে টুর্নামেন্টে ম্যাচ জেতা যায়,’ যোগ করেন বাংলাদেশ অধিনায়ক। ২০২২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। সেবার গ্রুপপর্বে একটি জয়ই কেবল তুলে আনতে পেরেছিল তারা। তবে জ্যোতির বিশ্বাস, এরপর থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলার অভিজ্ঞতা এবার দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। ‘এটি আমাদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ। প্রথমবার আমরা অনভিজ্ঞ ছিলাম, বড় মঞ্চে জেতার কৌশল জানতাম না। কিন্তু এরপর অনেক ম্যাচ খেলেছি, শিখেছি কীভাবে টুর্নামেন্টে জয়ের ধারায় থাকতে হয়,’ বলেন টাইগ্রেস অধিনায়ক। বিশ্বকাপের আগে প্রস্তুতি অবশ্য আদর্শ ছিল না বাংলাদেশের। গত এপ্রিলে কোয়ালিফায়ার জিতে টিকিট নিশ্চিত করার পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি তারা। বেশিরভাগ প্রস্তুতিই এসেছে ট্রেনিং ক্যাম্প ও প্র্যাকটিস ম্যাচ থেকে, যার মধ্যে ছিল বয়সভিত্তিক ছেলেদের দলের বিপক্ষেও খেলা।
বিশ্বকাপের আগে সিলেটে অনুষ্ঠিত হয় নয় দিনের বিশেষ ক্যাম্প, যেখানে আলো-আঁধারির ম্যাচ পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করে দল। তবে ২৫ সেপ্টেম্বর কলম্বোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। সবকিছু ঠিকঠাক থাকলে ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
