ক্রীড়াবিদদের ক্যারিয়ার নিয়ে অলিম্পিকের কর্মশালা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে ক্রীড়াবিদদের খেলা ছেড়ে দেবার পর ক্যারিয়ার সম্পর্কিত ‘অ্যাথলেট ৩৬৫+’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন ফেডারেশন হতে ২০-৩০ বছর বয়সি ৪০ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মনোনীত মাস্টার অ্যাডুকেটর শ্যারন স্প্রিংজার। তিনি বর্তমানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের হেড অব অ্যাডুকেশন প্রগ্রাম হিসেবে কর্মরত আছেন।
উক্ত কর্মশালার প্রথম দিনে ক্রীড়াবিদদের ‘ঝবষভ উরংপড়াবৎু’ এর উপর অর্থাৎ ‘Strength & Values’, ‘Interest & Skills’, ‘Passion & Impact’ এবং ‘Purpose & Planning’ শীর্ষক বিষয়ে চারটি সেশন আয়োজিত হয়েছে। এতে ক্রীড়াবিদরা তাদের নিজেদের সক্ষমতা, মূল্যবোধ, আগ্রহ, আবেগসহ আত্ম উপলব্ধি করতে পারেন। এটা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে সাহায্য করবে।
