ভারত ক্রিকেটকে অসম্মান করছে

অভিযোগ পাকিস্তান অধিনায়কের

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ক্রিকেটকে ‘জেন্টলম্যান গেম’ বা ভদ্রলোকের খেলা বলা হয়। এটি শুধু একটি জনপ্রিয় বাক্য নয়, বরং এই খেলাটির গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন। মাঠের লড়াই যতই উত্তপ্ত হোক না কেন, ম্যাচ শেষে প্রতিদ্বন্দ্বীকে সম্মান জানানোই ঐতিহ্য। কিন্তু এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে সেই মূল্যবোধ একেবারেই দেখা গেল না। জয়ী হয়েও ভারতীয় খেলোয়াড়দের আচরণ ক্রিকেটের সৌন্দর্যকে ম্লান করেছে। এরআগে এমন দৃশ্য আগে কোনোদিন দেখা যায়নি ক্রিকেট মাঠে। কোনো টুর্নামেন্টে একটা দল চ্যাম্পিয়ন হওয়ার পর তারা ট্রফি নেবে কি নেবে না, পাবে কি পাবে না, সেটা নিয়ে এতো জটিলতা! এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। কিন্তু তাদের এই শিরোপা জয়ের আনন্দের চেয়েও বেশি আলোচনা তৈরি হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিতর্ক নিয়ে।

নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির। কিন্তু ভারতীয় দল তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। এটা শুনে বেঁকে বসেন নাকভিও। তার কথা, এসিসি সভাপতি হিসেবে তিনিই পুরস্কার তুলে দেবেন, নয়তো দেওয়া হবে না। এর ফলে ক্রিকেট ইতিহাসেই সম্ভবত প্রথমবার কোনো চ্যাম্পিয়ন দল ট্রফি মাঠে আসার পরেও সেটা হাতে পায়নি!

এছাড়া প্রতিবার পাকিস্তানের বিপক্ষে টসের সময়ও রীতি মেনে করমর্দন করেননি দলটির অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী তাই ভারতীয় দলের আচরণের সমালোচনা করেছেন। ফাইনালের পর সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘ভারত যা করেছে, তা খুব হতাশাজনক। তারা আমাদের সঙ্গে হাত মেলাচ্ছে না, তাতে তারা আমাদের অশ্রদ্ধা করছে না, ক্রিকেটকে অসম্মান করছে। ভালো দল এমনটা করে না। আমরা একাই ট্রফির সঙ্গে ছবি তুলতে গিয়েছিলাম, কারণ সেটি আমাদের দায়িত্ব ছিল। আমরা দাঁড়িয়ে মেডেল নিয়েছি। কঠোর ভাষা ব্যবহার করতে চাই না, কিন্তু তারা খুবই অসম্মানজনক আচরণ করেছে।’