সৌম্যের বদলে খেলবেন সাকিব

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। যে কারণে চলমান এনসিএলে আর খেলা হচ্ছে না তার। তাই সৌম্যের বদলি নিয়েছে খুলনা দল। সৌম্যের বদলি হিসেবে খুলনা দলে ডাক পেয়েছেন শাহরিয়ার সাকিব। তিনি দলটির স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন। তরুণ এই ক্রিকেটার সাম্প্রতিক সময়ে বয়স ভিত্তিক দলে পারফর্ম করে নজর কেড়েছেন। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলে থাকেন সাকিব। সর্বশেষ ডিপিএলেও বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। তরুণ এই মিডল অর্ডার ব্যাটার শাইনপুকুরের হয়ে মাঠ মাতিয়েছেন।

উল্লেখ্য, গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। সবমিলিয়ে গত আসর সফলভাবেই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদেরও চাওয়া ছিল চলতি বছরও যেন মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। তাদের সেই চাওয়া মতেই হচ্ছে এই আসর। গত বছরের মতো এবারের আসরেও ৮টি বিভাগ থেকে ৮টি দল খেলছে।