ম্যাচসেরার অর্থ দিয়ে যা করবেন শরিফুল

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। অথচ প্রথম ম্যাচে তিনি সুযোগ পাননি। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই তিনি জাত চিনিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ম্যাচসেরা হয়েছেন শরিফুল ইসলাম। ৫৪ ম্যাচের ক্যারিয়ারে এর আগে সিরিজ সেরা হলেও এবারই প্রথম হয়েছেন ম্যাচসেরা। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করা শরিফুল ম্যাচসেরা হওয়ায় প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। তিনি জিতেছেন ৫০ হাজার আফগানি পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ হাজার টাকা। পুরস্কারের এই অর্থ নিজের এলাকার অসহায় মানুষকে দান করার সিদ্ধান্ত নেন এ ক্রিকেটার।

দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করেছেন শরিফুল। চার ওভারে ১৩ রান দিয়ে শিকার করে নেন রহমানুল্লাহ গুরবাজের উইকেট। পাশাপাশি শেষ দুই ওভারে যখন টাইগারদের জয়ের জন্য ১৯ রানের সমীকরণ ছিল, তখন ক্রিজে এসে দুই চারসহ করেন ৬ বলে অপরাজিত ১১ রান। তাই ম্যাচসেরাও হয়েছেন এ ক্রিকেটার। জয় নিয়ে তৃপ্তির কথা জানিয়ে সবাইকে অভিনন্দন জানান শরিফুল ইসলাম। নিজের ফেসবুক পেজে শরিফুল লিখেছেন আলহামদুলিল্লাহ, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন।

এরপর জানান তার প্রশংসনীয় উদ্যোগের কথা। সেখানে শরিফুল বলেন, আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হব, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করব, ইনশাআল্লাহ। এর পাশাপাশি এ কাজ করার জন্য সবার কাছে দোয়া চান তিনি।