রংপুরে হবে বিসিবির প্রথম আঞ্চলিক অফিস

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

পাল্টাপাল্টি অভিযোগ, আলোচনা সমালোচনা এবং শঙ্কা কাটিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। এতে সভাপতি হিসেবে জয়লাভ করেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিজের প্রথম মেয়াদে বুলবুল জানিয়েছিলেন ক্রিকেটকে দেশজুড়ে ছড়িয়ে দিতে চান। বাংলাদেশের ক্রিকেট মূলত ঢাকা কেন্দ্রীক। এটা অনেক বছর ধরে হয়েই আসছে। যে কারণে বুলবুল দায়িত্ব নিয়ে ঢাকার বাইরেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন।

নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সেই বিষয়ে এগিয়ে যেতে চাইছে বিসিবি। ঢাকার বাইরে সব বিভাগেই আঞ্চলিক অফিস করার লক্ষ্য বিসিবির। যার প্রথমটি হতে পারে রংপুর বিভাগে। গতকাল বৃহস্পতিবার ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের সঙ্গে আলাপ করেন রংপুর বিভাগের বিসিবি পরিচালক হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা সারজিস আলমও। তিনি রংপুরের সন্তান। বুলবুল ভাই আঞ্চলিক ক্রিকেটে উন্নতির কথা বলেছেন। কিছু জায়গায় মিস কমিউনেকেশন হয়েছে যে রাজশাহী এবং রংপুর বিভাগ একসাথে হবে। তবে রংপুর আলাদাভাবেই শুরু হবে এবং সবার প্রথমে ইনশাআল্লাহ।

এদিকে, আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও আলাপ করেছেন হাসানুজ্জামান। বিসিবি সভাপতি আশ্বস্ত করেছেন রংপুরেই শুরু হবে প্রথম কাজ। হাসানুজ্জামান বলেন, ‘বুলবুল ভাই আঞ্চলিক ক্রিকেটে উন্নতির কথা বলেছেন। কিছু জায়গায় মিস কমিউনেকেশন হয়েছে যে রাজশাহী এবং রংপুর বিভাগ একসাথে হবে। তবে রংপুর আলাদাভাবেই শুরু হবে এবং সবার প্রথমে ইনশাআল্লাহ।’ প্রথম মেয়াদে বিসিবি সভাপতি হওয়ার পর রংপুরে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বুলবুল সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রতি। তখন গণমাধ্যমে বিসিবি পরিচালক ইফতেখার মিঠু বলেছিলেন, ‘তিনি (বিসিবি সভাপতি) প্রধানত বিকেন্দ্রীকরণের কথা বলেছেন। আমরা অনেক দিন ধরে বলছি ঢাকা থেকে ক্রিকেটটা ছড়িয়ে দিতে।’

এর আগে দুই বিভাগ বাদ দিয়ে দেশের ৬টি বিভাগীয় শহরে আঞ্চলিক অফিস প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছিল বিসিবি। অন্তর্ভুক্ত করা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগকে। তবে রংপুর বিভাগ বাদ পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বিসিবিকে হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। সারজিস লিখেছিলেন, ‘রংপুর বিভাগ বাদ দিয়ে বাকি ৭ বিভাগে বিভাগীয় অফিস স্থাপনের উদ্যোগ আমাদেরকে মর্মাহত করেছে। রংপুর বিভাগে আটটি জেলা রয়েছে। একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগকে অন্য আরেকটি বিভাগের অধীনে করে দেওয়া এই বিভাগের ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অত্যন্ত দুঃখজনক। ক্রিকেটে ফ্যাসিলিটিজ এর দিক থেকে সবচেয়ে পিছিয়ে পড়া বিভাগ রংপুর। যাদের একটা ভালো মাঠও নাই। আন্তর্জাতিক মাঠ তো দূরের কথা!’

সারজিস আরও যোগ করেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ, বিসিবি প্রেসিডেন্ট বুলবুল ভাই সহ পলিসি মেকিং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান থাকবে- অন্য সাতটি বিভাগের মত রংপুর বিভাগেও অবশ্যই বিসিবি বিভাগীয় অফিস থাকতে হবে। আমরা আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ অনুসরণ করব। অতিরিক্ত কিছু আমাদের দিতে হবে না। কিন্তু যেটুকু রংপুরের প্রাপ্য সেটুকুতে রংপুরবাসীকে বঞ্চিত করা হলে সেটাও তারা মেনে নিবে না।