যে কারণে এনসিএলে খেলেননি মুশফিক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্ট বেশ সাড়া জাগিয়েছিল। গত আসরের সাফল্যের পর এ বছরের ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়ায় টুর্নামেন্টের দ্বিতীয় আসর। টানা কয়েক দিন বৃষ্টিতে প্রথম ধাপে কিছুদিন বন্ধ ছিল খেলা। এরপর পরিবর্তিত সূচিতে আবারও খেলা মাঠে গড়িয়েছে। এবার ফাইনাল মাঠে গড়ানোর অপেক্ষায়। তবে এরই মাঝে আলোচনায় অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। গেল আসরের শেষ দিকে এনসিএলে মাঠে নেমেছিলেন তিনি, খেলেছিলেন নিজ বিভাগ রাজশাহীর হয়ে। অবশ্য এবার তিনি নাম লিখিয়েছিলেন সিলেট বিভাগের হয়ে।

শুরুর দিকে দলের সঙ্গে থাকলেও শেষ পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি তিনি। ঠিক কী কারণে খেললেন না, এমন প্রশ্ন উঁকি দিচ্ছে। অবশেষে জানা গেল কারণ।

দল সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ‘সূচি পিছিয়ে যাওয়ার কারণেই খেলেননি মুশফিক, আগেই পরিকল্পনা ছিল তার কয়েকটি ম্যাচ খেলার। আগে থেকে দেশের বাইরে যাওয়ার প্ল্যান থাকায় ম্যাচ খেলতে পারেননি মুশফিক।’

প্রসঙ্গত, সিলেটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা বিভাগ। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম মুখোমুখি হয়েছে এলিমিনেটর জয়ী রংপুর বিভাগের।