আর্জেন্টিনা একাদশে ফিরছেন মেসি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্ব শেষে অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারালেও মাঠে ছিলেন না দলের অধিনায়ক লিওনেল মেসি। তবে আজ বুধবার পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে ফিরছেন আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামির হয়ে টানা খেলার ধকল সামলাতে বিশ্রামে ছিলেন মেসি। আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যেই মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডার ক্লাবটির হয়ে খেলতে নামেন তিনি। সেই ম্যাচে জোড়া গোল করে মায়ামিকে জয় উপহার দেন আর্জেন্টাইন অধিনায়ক। বাংলাদেশ সময় আজ ভোর ৬টায় মায়ামির চেজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত। অনুশীলনে অংশ নিতে দেখা গেছে তাকে, আর কোচ লিওনেল স্কালোনিও দিয়েছেন তার ফেরার ইঙ্গিত।
স্কালোনি বলেন, গত শনিবার
মায়ামির হয়ে মেসিকে খেলতে দেখেছি, সে দারুণভাবে ম্যাচ শেষ করেছে।
