খেলতে খেলতে এইচএসসি পাস
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদদের অনেকেই বিভিন্ন বোর্ড থেকে অংশ নিয়েছিলেন এই পরীক্ষায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদীয়মান খেলোয়াড় তালিকার বেশ কয়েকজন ভালো ফলাফল করেছেন। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্রিকেটারদের মধ্য থেকে ভালো ফলাফল করেছেন যুব এশিয়াকাপ জয়ী কয়েকজন ক্রিকেটার।
এর মধ্যে পেসার মারুফ মৃধা ৪.২৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন। লেগ স্পিনার ওয়াসী সিদ্দিকি পেয়েছেন জিপিএ-৪। আরেক প্রতিভাবান পেসার রোহানতদৌলা বর্ষণও ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে। এইচএসসিতে পাশ করা ওয়াসি-মারুফ এইচপির সঙ্গে যুক্ত রয়েছেন। বর্ষণ ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এবার এইচএসসিত পরীক্ষায় ১৫৯ জন অংশ নিয়ে পাশ করেছে ১৪৭ জন।
২০২৫ সালে বিকেএসপিতে পাসের হার ৯২.৪৫। জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। তারকা ক্রীড়াবিদদের মধ্যে এবার অলিম্পিয়ান আর্চার সাগর ইসলাম, এশিয়া কাপে স্বর্ণজয়ী আর্চার আব্দুর রহমান আলিফ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিলেন বিকেএসপি থেকে। সাগর ৩.০৮ এবং আলিফ ৩.৮৩ পয়েন্ট পেয়ে পাস করেছে।
