‘ভালোবাসা চাই, ঘৃণা নয়’

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দলের খেলায়াড়রা। সংযুক্ত আরব আমিরাত থেকে দুইটি আলাদা ফ্লাইটে দেশে ফেরেন ক্রিকেটাররা। সন্ধ্যার পরপরই বড় বহর আসে। যেখানে ছিলেন- নাঈম, মোস্তাফিজ, সাইফ, হাসান, রিশাদ, তানজিম, তাসকিনরা। দেশে পা রেখেই অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয় তাদেরকে। বিমানবন্দর থেকে বের হওয়ার পথে সমর্থকদের তোপের মুখোমুখি হতে হয় তাদেরকে। ভুয়া-ভুয়া স্লোগান, পরিবার তুলে গালাগাল চলতে থাকে। কিন্তু তারা কেউই ক্রিকেট সমর্থক ছিলেন না।

ঠিক ওই সময়ে একজন রাজনৈতিক নেতা ভিভিআইপি টার্মিনাল দিয়ে বের হচ্ছিলেন। তার আগমন উপলক্ষে কর্মীরা গিয়েছিলেন বিমানবন্দরে। কিন্তু তারা যখন জানতে পারেন ক্রিকেটাররা ওই সময়ে বের হবেন তখনই ক্ষোভ উগড়ে দেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ খুবই খারাপ ক্রিকেট খেলছে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে প্রচণ্ড বাজেভাবে। সিরিজ হারের পর প্রথমবার হোয়াইটওয়াশ হয়েছে তাদের বিপক্ষে। শেষ ম্যাচে পরাজয়ের ব্যবধান ছিল ২০০। অলআউট হয় মাত্র ৯৩ রানে। এর আগে এশিয়া কাপেও ভালো করতে পারেনি। কিন্তু আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল দল। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ন্যূনতম লড়াই করতে না পারায় মূলত ক্ষোভ তৈরি হয়।

নাঈম বের হওয়ার সময় তার গাড়িতে আঘাত করেছেন তারা। তাসকিনের গাড়িতেও একই কাণ্ড হয়েছে। ব্যাটিংয়ে কেবল ভালো সময় কাটানো সাইফ হাসান স্ত্রী ও বাচ্চা নিয়ে ফিরেছিলেন। তাকেও এই রোষানলের শিকার হতে হয়। বিষয়গুলো একদমই ভালোভাবে নেননি শেষ ওয়ানডেতে ২৪ বলে ৭ রান করা নাঈম শেখ। কঠিন এই সময়ে ভক্ত, সমর্থকদের সবাইকে পাশে চেয়েছেন তিনি।

নাঈম নিজের পোস্টে লিখেছেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না- আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।’ ‘হ্যাঁ, কখনও পারি, কখনও পারি না। জয় আসে, পরাজয়ও আসে এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয় কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।’

‘কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়ীতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনও দেশের প্রতি ভালোবাসা- চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’ ‘ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়বো, আবার উঠবো দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।’ ক্রকেটাররা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। আগামী শনিবার বাংলাদেশের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে।